🌹🥰ভালোবাসা মানে পাশে থাকা নয়, অন্তরে জায়গা করেনেয়া💝
ভালোবাসা এই শব্দটা যান হাজারো আবেগ, অনুভূতি আর আশাা-নিরাশার এক সুন্দর মিশ্রণ। অনেকেইভাবেন প্রেম মানে শুধু একজন আরেকজনের পাশে থাকা দেখা করা, ঘোরাঘুরি আর গল্পে মেতে থাকা। কিন্তু ভালবাসা তার থেকেও বেশি গভীর, অনেক পবিত্র। ভালোবাসা মানে দূরে থেকেও একে অপরের খোঁজ নেওয়া। ব্যস্ততা থাকলেও প্রতিনিয়ত মনে পড়া।না বললেও বোঝা-সে আজ ভালো নেই। অনেক সময় দেখা না হয়েও কেও একজন মনের গভীরে গেঁথে যায়। তাকে ছুঁতে না পারলেও তার কথা ভাবলেই শান্তি লাগে। এই অনুভূতিই তো প্রেম।. একটা সত্যি কারের সম্পর্ক কখনোই নিখুঁত হয় না। তবুও মানুষ সেই অসম্পূর্ণ তাকে মেনে নিয়ে ভালোবাসে। ঝাঁকড়া হয়, ভুল বোঝাবুঝি হয়, তবুও সম্পর্কটা ছেড়ে না দিয়ে একে অপরকে বুঝে নেওয়াই আসল ভালোবাসা। ভালোবাসা মানে কাউকে পরিবর্তন করতে চাওয়া নয়, বরং তাকে যেমন সে ,ঠিক তেমনিভাবেই গ্রহণ করা। একজনের হাসিতে আরেকজনের দিন ভালো হয়ে যাওয়া ভালোবাসা মানে জটিলতার ভিড়ে একটুখানি শান্তি। একজনের নিঃশব্দ হাসি আরেকজনের ক্লান্তি ভুলিয়ে দিতে পারে। ভালোবাসা মানে চোখে চোখ পড়লেও মনে হয় ' এই তো আমার আপন... যার কাছে নিজেকে লুকাতে হয়না সাজাতে হয়,না ...